পুণ্ড্র ইউনিভার্সিটিতে পিআইআরডি’র গর্ভনিং বোর্ডের সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar পুণ্ড্র ইউনিভার্সিটিতে পিআইআরডি’র গর্ভনিং বোর্ডের সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪ ০২:১৪
পুণ্ড্র ইউনিভার্সিটিতে পিআইআরডি’র গর্ভনিং বোর্ডের সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি

পুণ্ড্র ইউনিভার্সিটিতে পিআইআরডি’র গর্ভনিং বোর্ডের সভা অনুষ্ঠিত

ছবি বিজ্ঞপ্তির

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় পুণ্ড্র ইনস্টিটিউট অফ রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট (পিআইআরডি) গর্ভনিং বোর্ডের সভা ১৮ অক্টোবর ২০২৪ তারিখ শুক্রবার বিকাল ৪:০০টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পিআইআরডি এর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং গর্ভনিং বোর্ডের সদস্য-সচিব, পরিচালক, পিআরআইডি (অতিরিক্ত দায়িত্ব) ড. এস. জে. আনোয়ার জাহিদ। সভায় উপস্থিত ছিলেন পিআইআরডি এর  সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আয়শা শিরিন রহমান, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, পিআইআরডি সদস্য, সাবেক সচিব ও বিওটি ভাইস চেয়ারম্যান জনাব মুহঃ ফজলুর রহমান, পিআইআরডি সদস্য ও বিওটি সদস্য জনাব ফয়জুন নাহার, বিওটি ভাইস চেয়ারম্যান ও পিআইআরডি সদস্য রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান। সভায় অনলাইনে যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রফেসর ও পিআইআরডি সদস্য ড. মোহাঃ হাছানাত আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক ও পিআইআরডি সদস্য মোঃ মোজাম্মেল হক লালু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. একরামুল হামিদ। এছাড়াও বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন বিওটি’র চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। সভায় পিআইআরডি এর সার্বিক কাজের অগ্রগতি আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন গবেষণা প্রকল্পসমূহে অর্থায়ন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা শেষে মোট ৭টি গবেষণা প্রকল্পে আর্থিক অনুদান অনুমোদিত হয়।