বগুড়া প্রেস ক্লাবে হাউজিং এস্টেট জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar বগুড়া প্রেস ক্লাবে হাউজিং এস্টেট জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪ ২৩:১৫
বগুড়া প্রেস ক্লাবে হাউজিং এস্টেট জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া প্রেস ক্লাবে হাউজিং এস্টেট জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৯ অক্টোবর বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপশহর হাউজিং এস্টেটের সভাপতি আব্দুল হান্নান। ছবি বিজ্ঞপ্তির

বগুড়া উপশহর জামে মসজিদ কমিটি জবর দখলের অভিযোগে শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান প্রামানিক।
 
লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের সরকার যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ঠিক সেই সময়ে উপশহরে বসবাসরত শান্তি প্রিয় অভিজাত নাগরিকগণের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবণতি মূলক একটি ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরার নিমিত্তে আপনাদের দারস্থ হয়েছি। ঘটনার বিবরণে প্রকাশ অত্র বগুড়া উপশহরে ১৯৯২ খ্রি. সাল হতে বগুড়া হাউজিং এস্টেট কল্যাণ সমিতি নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন আছে। যার কমিটি নিয়মিত ভাবে ৩  বছর পরপর নির্বাচিত হয়ে আসে। বর্তমান যে কমিটি আছে তার মেয়াদ আগামী জানুয়ারী ২০২৪ মাসে শেষ হবে এবং তারপর যথারিতী নতুন ভোটার তালিকা প্রনয়ণ পূর্বক সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ । কিন্তু গত ১৬ অক্টোবর উপশহরস্থ আরসি টাওয়ারের মালিক ও ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক  রাশেদুর রহমান সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক কে মোবাইলে সামনের শুক্রবার সমিতির ঘর খুলে দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করে। উল্লেখ্য যে ইতিপূর্বে তিনি মসজিদ কমিটির লোকজনকেও মিটিংয়ে ডেকেছিল । বর্ণিত অবস্থার প্রেক্ষিতে ১৬ অক্টোবর  বাদ আছর বগুড়া হাউজিং এস্টেট কল্যাণ সমিতির কমিটির একটি জরুরী সভা আহ্বান করা হয়। কমিটির উপস্থিত সদস্যবৃন্দ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং রাশেদুর রহমান এর এহেন প্রক্রিয়ার নিন্দা জ্ঞাপন করেন। এরপর গত ১৮ আক্টোবর আনুমানিক বিকেল ৫ টার পর জনাব রাশেদুর রহমান কিছু সংখ্যক লোকজনসহ আমাদের সমিতির ঘরে জবরদখল নেওয়ার উদ্দেশ্যে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং কিছু সময় অবস্থান করার পর তাদের একটি তালা লাগিয়ে চলে যায়। অফিসে জরুরী কাগজপত্র, নথিপত্র, আসবাবপত্র ও কিছু টাকা মওজুদ ছিল। এছাড়া সংবাদ সম্মেলনে রাশেদুর রহমানের ইতিপূর্বে কিছু অনিয়ম ও জবর দখল সংক্রান্ত কর্মকান্ডের কথা বলা হয়। - খবর বিজ্ঞপ্তির