জয়পুরহাটে টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু | Daily Chandni Bazar জয়পুরহাটে টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪ ০১:৩৮
জয়পুরহাটে টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু
জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটে  টনসিল অপারেশনের পর  গৃহবধূর মৃত্যু

জয়পুরহাটে টনসিল অপারেশনের পর রুমা আক্তার  [২৮ ] নামে এক রোগীর মৃত্যু হয়েছে।  শুক্রবার  [১৮ অক্টোবর]  রাতে গৃহবধূর মৃত্যুর ঘটনাটি ঘটে পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। মৃতের পরিবারের স্বজনদের  দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসায়  রুমা  আক্তার নামে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর রুমা আক্তার জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী। 
 
নিহতের  স্বামীসহ স্বজনরা জানান, গৃহবধূর রুমা আক্তার টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক  সেন্টারে ভর্তি হন। পরে  টনসিলের অপারেশন করতে তাকে সেকানকার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ২ জন ডাক্তারের তত্ত্বাবধানেই টনসিল অপারেশনের পর ওই গৃহবধূর  মৃত্যু হয়। রুমা আক্তারের  মৃত্যুর পর তার মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যান।
 
 
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক  [ওসি তদন্ত[  মিজানুর রহমান জানান, রুমা আক্তার নামে এক গৃহবধূর টনসিল অপারেশনের পর মারা যান। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে যায় । ময়নাতদন্তের জন্য লাশটি   জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে  পাঠানো হয়েছে।  তদন্তের পরেই মৃত্যুর  প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ পরিদর্শ ।