ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ৯৮তম সভা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় সভার শুরুতে বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এসময় তার হাতে ক্রেস্ট তুলে দেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মুগ্ধ স্মরণে একটি স্কাউট স্কার্ফ পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে সংরক্ষণের জন্য বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এর কাছে হস্তান্তর করেন। তিনি প্রস্তাবিত শহীদ আব্দুল জব্বার আইন বিভাগ/অনুষদ (ল’ স্কুল) এর জন্য এক লক্ষ টাকার একটি চেক বিওটি ট্রেজারার মোঃ জাহেদুর রহমান কে প্রদান করেন। ট্রাস্টি বোর্ডের সদস্য ও টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান টিএমএসএস হেলথ এডুকেশন এবং মাইক্রোফিন্যান্স (এইচইএম) সেক্টর এর পক্ষ থেকে পুণ্ড্র ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিআইআরডি) এর ভাইস চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আয়শা শিরিন রহমান এর কাছে গবেষণা প্রকল্পের জন্য দশ লক্ষ টাকার চেক প্রদান করেন। বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মতিউর রহমান, মোঃ নাসিরুন নবী, ফয়জুন নাহার, আয়শা বেগম, শাহজাদী বেগম, সৈয়দা রাকিবা সুলতানা, প্রকৌ. মোঃ হারুন অর রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু ও মোস্তফা নাজমুল পাশা। সভায় অনলাইনে যুক্ত ছিলেন বিওটি’র সদস্য ও দৈনিক করতোয়া সম্পাদক মোঃ মোজাম্মেল হক লালু, বিওটি’র সদস্য মোঃ আব্দুল কাদের ও তৌফিক হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা এবং বিওটি সমন্বয়ক খোরশেদ আলম।