হাতীবান্ধায় অবৈধ বোমারু মেশিন জব্দ এক লক্ষ টাকা জরিমানা | Daily Chandni Bazar হাতীবান্ধায় অবৈধ বোমারু মেশিন জব্দ এক লক্ষ টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪ ০২:২১
হাতীবান্ধায় অবৈধ বোমারু মেশিন জব্দ এক লক্ষ টাকা জরিমানা
লালমনিরহাট জেলা সংবাদদাতাঃ

হাতীবান্ধায় অবৈধ বোমারু মেশিন জব্দ এক লক্ষ টাকা জরিমানা

 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে বোমা মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তলোন করায় এক লক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালত ৷ ১৯ অক্টোবর  শনিবার  উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে হাতীবান্ধা থানা পুলিশ পরিদর্শক মোঃ মাহমুদুন-নবী, ওসি , সঙ্গীয় অফিসার - ফোর্স সহ হাতিবান্ধা থানাধীন ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর দালালপাড়া এলাকায়  সানিয়াজান নদীতে  অভিযান পরিচালনা করে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের  সময়  আশরাফ আলী (৪২) নামে ১ জন বালু ব্যবসায়ীকে আটক করে ও উক্ত বোমা মেশিন জব্দ করে। পরে   হাতিবান্ধা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কর্মকর্তা ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করে ১০০০০০/- (এক লক্ষ  টাকা)  অর্থদন্ড প্রদান করেন। এবিষয়ে জানতে চাইলে। এই অবৈধ মেশিনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে তিনি জানান।