“রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশমন” শ্লোগানকে সামনে রেখে ৮ দফা দাবি আদায়ের রংপুরে ধর্মপ্রাণ মুসলিম ছাত্র ও জনসাধারণের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার [২১ অক্টোবর] সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানবন্ধনে শামসুজ্জামান সুজনের (পেশাজীবী) সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্র [পাঠক] আল আমিন, আতিক, তানবির, মাসুম, হারুন প্রমূখ।
মানববন্ধনে বক্তব্যের শুরুতে বক্তারা বাসুল [সাঃ] এর মুবারক শানে মানহানীকারী পৃথিবীর যেই প্রান্তেই থাকুক তার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড কামনা করে ৮ দফা দাবি পেশ করেন। ৮ দফা দাবির মধ্যে রয়েছে— পবিত্র শানে মানহানী করলে শরঈ শাস্তি নিশ্চিত করতে হবে। পাঠ্যক্রমে নুরে মুসজাসাম হাবীবুল্লাহ হুযুর পাক [সাঃ] এবং মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পবিত্র জীবনী মুবারক অন্তভূক্তকরণ এবং পবিত্র দ্বীন ইসলাম নির্ভর শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। পবিত্র কুরআন—সুন্নাহর ভিত্তিতে সংবিধান সংশোধন। * দ্রব্যমূল্য ও চিকিৎসা সেবার উর্ধ্বগতি হৃাস করা। পাহাড়ে উপজাতিদের পৃথক রাষ্ট্র গঠন করার ষড়যন্ত্র দমন। হিন্দুত্ববাদী ভারতসহ বিদেশী রাষ্ট্র গঠন করার ষড়যন্ত্র দমন। ভারতসহ বিশ্বের যে কোন স্থানে মুসলমান নির্যাতন হলে রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ জানাতে হবে। মুসলমানদের বাক স্বাধীনতা হরণ না করা। এই ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।এ সময় রংপুরের শতাধীক ধর্মপ্রাণ মুসলমান, ছাত্র ও জনসাধারণ উপস্থিত ছিলেন