কলাপাড়ায় কৃষকের পকেট গায়েব | Daily Chandni Bazar কলাপাড়ায় কৃষকের পকেট গায়েব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৪ ২৩:৩৮
কলাপাড়ায় কৃষকের পকেট গায়েব
এ এম, মিজানুর রহমান বুলেট , কলাপাড়া,পটুয়াখালীঃ

কলাপাড়ায় কৃষকের পকেট  গায়েব

পটুুয়াখালীর কলাপাড়ায়  ফেরিঘাট থেকে বাজারে আসার পথে মো.মোসলেম হাওলাদার [৭০] নামে এক কৃষকের পকেট থেকে ১১ হাজার ২০০ টাকা গায়েব হয়েছে।  রবিবার সন্ধ্যার পরে খেপুপাড়া সরকারী  মডেল মাধ্যমিক বিদ্যালয়" সংলগ্ন এলাকা থেকে এ টাকা গায়েব হয়। কৃষক মোসলেম হাওলাদারের  বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে। এ ঘটনায়  তিনি অনেকটা নিরাশ হয়ে পড়েছেন।
 
কৃষক মোসলেম হাওলাদার জানান, তিনি বাড়ী থেকে ১৫ হাজার নিয়ে বের হন। অন্যান্য কাজ শেষে ১১ হাজার ২০০ টাকা নিয়ে ওষুধ কেনার জন্য  পৌরশহরের মধ্যে আসার সময় সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পকেট থেকে ওই টাকা গায়েব হয়ে যায়।তিনি আরো জানান,  অটোরিক্সায় ওঠার পরও তার পকেটে টাকা ছিল,  মাত্র ১০০ গজ দূরত্বে টাকা গায়েবের ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।
 
কলাপাড়া থানার ওসি [তদন্ত] মো.মোস্তাফিজুর রহমান জানান' এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।