রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে সৈয়দপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ | Daily Chandni Bazar রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে সৈয়দপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ০০:০৩
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে সৈয়দপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ
জেলা সংবাদদাতা, নীলফামারীঃ

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে সৈয়দপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বস্তবায়নের লক্ষ্যে ও জনসাধারণের জনমতের জন্য নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন 'দেশের প্রতিটি মানুষের কাছে ধানের শীষ প্রতীকটি পৌঁছে দেওয়া এবং ছাত্র-জনতার আন্দোলনের পর সারাদেশে যে রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে তারই অংশ হিসেবে তারেক রহমান ও বিএনপির ২ বছর পূর্বে দেওয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম রাব্বী, সহ সভাপতি নয়ন সহ ছাত্রদলের নেতাকর্মীরা।