ধুনটে পণ্যের মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীর জরিমানা | Daily Chandni Bazar ধুনটে পণ্যের মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীর জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ০০:১০
ধুনটে পণ্যের মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীর জরিমানা
উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ

ধুনটে পণ্যের মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীর জরিমানা

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী বাজারে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় তিনজন ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ অক্টোবর) বিকালে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যবসায়ীদের জরিমানা করেন নিবাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, ধুনট উপজেলার গোসাইবাড়ী বাজারে সোমবার বিকালে বাজার মনিটরিং ও মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় বাজারের তিন বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় পুলিশ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। # (ছবি আছে)

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী বাজারে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় তিনজন ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। ছবি— উপজেলা সংবাদদাতা