নন্দীগ্রামে হাট—বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট | Daily Chandni Bazar নন্দীগ্রামে হাট—বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ০১:৪৬
নন্দীগ্রামে হাট—বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

নন্দীগ্রামে হাট—বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

বগুড়ার নন্দীগ্রামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হাট—বাজার মনিটরিং করছেন সহকারী কমিশনার [ভূমি] ও নির্বাহী ম্যাজিস্টে্রট রোহান সরকার। মঙ্গলবার [২২ অক্টোবর] দুপুরে সহকারী কমিশনার [ভূমি] ও নির্বাহী ম্যাজিস্টে্রট রোহান সরকার নন্দীগ্রাম হাট—বাজার মনিটরিং করেন। তিনি জানান, হাট—বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে হাট—বাজার মনিটরিং ও মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয় এবং দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনুল হক নামে এক মুদির দোকান মালিককে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন থানার এসআই সরোওয়ার হোসেন।