মহাদেবপুরে রাষ্ট্রপতির পদত্যাগ দাবীতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশ | Daily Chandni Bazar মহাদেবপুরে রাষ্ট্রপতির পদত্যাগ দাবীতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ২২:৪৯
মহাদেবপুরে রাষ্ট্রপতির পদত্যাগ দাবীতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশ
নওগাঁ সংবাদদাতাঃ

মহাদেবপুরে রাষ্ট্রপতির পদত্যাগ দাবীতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশ

নওগাঁর মহাদেবপুরে রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল ২৩ অক্টোবর বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা শহরের মাছ চত্বর এলাকায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা মোঃ মেহেদী হাসান, মোঃ আবু হাসান [আব্দুল্লাহ],মোঃ আব্দুল্লাহ আল নাঈম, মোঃ মেহেদী হাসান,মোঃ সাজিদ বিন আলম [সম্রাট], মোঃ রাকিব ইয়াসির মাহি প্রমূখ। বক্তারা মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন, আওয়ামীলীগ ও ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা এবং রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবী জানান। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।