বগুড়ায় বে-সরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন | Daily Chandni Bazar বগুড়ায় বে-সরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ২৩:৪৮
বগুড়ায় বে-সরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বে-সরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

বগুড়ায় গতকাল বে-সরকারি কলেজ শিক্ষকদের ৩২ বছরের বৈষম্য নিরসনের দাবীতে ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
 
বাংলাদেশের ৪শত ৯৫ টি এমপিও ভূক্ত কলেজের ৩ হাজার ৫ শত শিক্ষকদের নন-এমপিও ভূক্ত করে বেতন-ভাতার দাবীতে বাংলাদেশ বে-সরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে বগুড়া জেলার বিভিন্ন বে-সরকারি কলেজের শিক্ষকরা এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন। তারা বিগত ৩২ বছরের বৈষম্য নিরসনে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিও ভূক্তি'র দাবী জানায়।
 
এসময় বঞ্চিত এই শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন যে,তারা বিগত রাজনৈতিক সরকারের রোষানলে পরে গত ৩২ বছর ধরে বেতন বিহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছে। এছাড়াও মানববন্ধন শেষে তারা তাদের দাবী পূরণে প্রধান উপদেষ্টাকে দেয়া স্বারকলিপি বগুড়া জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজ-এর কাছে হস্তান্তর করেন।