পুণ্ড্র ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীর উচ্চ শিক্ষার্থে রাশিয়া গমন | Daily Chandni Bazar পুণ্ড্র ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীর উচ্চ শিক্ষার্থে রাশিয়া গমন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪ ০০:৪৮
পুণ্ড্র ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীর উচ্চ শিক্ষার্থে রাশিয়া গমন
প্রেস বিজ্ঞপ্তি

পুণ্ড্র ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীর উচ্চ শিক্ষার্থে রাশিয়া গমন

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার তিনজন শিক্ষার্থী উচ্চ শিক্ষার্থে মেধাবৃত্তি পেয়ে রাশিয়া গমনের সুযোগ লাভ করেছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহেল বাকী, এ.কে.এম. নাছিম পারভেজ এবং উম্মে কুলসুম রাশিয়ার লিপেক্স স্টেট পেডাগোজিক্যাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ে মাস্টার্স করার জন্য সম্প্রতি রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। পুণ্ড্র ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে পুণ্ড্র ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং শিক্ষকমন্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই তিন শিক্ষার্থীর উচ্চ শিক্ষার্থে বৃত্তিলাভ সেই প্রচেষ্টারই স্বীকৃতি। তিনি আশা করেন ভবিষ্যতে এরকম আরো অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি লাভ করবে। পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম শিক্ষার্থীদের অভিনন্দন জ্ঞাপন করেছেন। উচ্চ শিক্ষার্থে রাশিয়া গমন উপলক্ষে উপাচার্য শিক্ষার্থীদের এক বিদায়ী অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় বিওটি’র ট্রেজারার মোঃ জাহেদুর রহমান, বিওটি সদস্য মনিরুল মাহতাব তমাল তরু, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ পলাশ তাই, ইইই বিভাগের প্রভাষক রাকিবুল হাসান ও বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির