বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেছেন, বিগত আ’লীগ সরকার ১৬টি বছর বিএনপিকে জুলুম—নির্যাতন করেছে। আয়না ঘরে আটকে রেখে অনেক নেতাকর্মীকে মেরে ফেলেছে। দেশে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচত করার আহবান জানান। সেইসাথে আওয়ামী লীগ যেন আর কোথাও তাদের কোন কর্মকান্ড না করতে পারে এজন্য সবাইকে নজর রাখতে হবে। গতকাল শনিবার উপজেলার দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভান্ডারা পনিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ড বিএনপির ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর একার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুঞ্জুর মোরশেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ—সভাপতি আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পবন সরকার, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাহিন সরকার, যুবদল নেতা সুমন তরফদার, দূর্গাহাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক কামরুল, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব তৌহিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুন, সদস্য সচিব নিরব, ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক বজলু, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল প্রমুখ।