রংপুরে ভুয়ানিলামে জবরদখল করা সম্পত্তি পুনঃউদ্ধার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar রংপুরে ভুয়ানিলামে জবরদখল করা সম্পত্তি পুনঃউদ্ধার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪ ০১:১৩
রংপুরে ভুয়ানিলামে জবরদখল করা সম্পত্তি পুনঃউদ্ধার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
নিজস্ব সংবাদদাতা, রংপুরঃ

রংপুরে ভুয়ানিলামে জবরদখল করা সম্পত্তি পুনঃউদ্ধার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রংপুর মহানগরীর বাবুপাড়া এলাকায় ভুয়া নিলামে জবরদখল জলাশয় পুনঃউদ্ধার চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার। শনিবার বিকেল ৫ টায় রিপোর্টার্স ক্লাব রংপুর এর হলরুমে সংবাদ সম্মেলনে 
লিখিত বক্তব্যে ভুক্তভোগী মৃত নুর মোহাম্মদ এর ছেলে জুয়েল হোসেন বলেন, বাবুপাড়াএলাকার জমিদার পরিবার হাজী তছির উদ্দিনের  নিকট থেকে আমার বাবা নুর মোহাম্মদ উরফে লালু মিয়া বিগত ০৯ সেপ্টেম্বর ১৯৯০ ইং তারিখে দলিল মূলে ৩০ শতাংশ ও বায়না সূত্রে আরো ২৩ শতক মোট ৫৩ শতক জলাশয়সহ জমি ক্রয় করে নিজ নামে রেকর্ড ও নামজারি করে মাছ চাষ করে আসেন, যার দাগ নং—৪৩১৩, খতিয়ান নং— ২১৭৪, নং—২০৬৬। আমার বাবার মৃত্যুর পর  আওয়ামী সরকারের
ভুমিদস্যর্ু  সোনালী ফ্লাওয়ার মিলস স্বত্বাধিকারী আসলামগং রংপুর জেলাপ্রশাসক কর্তৃক দাবিকৃত নিলামের বিতর্কিত কাগজপত্র দিয়েই মাছভর্তি ভরাপুকুরে মাটি ভরাট করে জবরদখল করেন। আমরা দীর্ঘদিন যাবত বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালতসহ পুলিশ প্রশাসনের নিকট ধর্না দিয়েও সেই জমি পুনঃউদ্ধার করতে পারিনি। স¤প্রতি বছর খানেক আগে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুসন্ধান ফরম পূরণ করে তথ্য নিতে গিয়ে দেখতে পারি জেলা প্রশাসক কার্যালয় থেকে সেই সময়ে ওই জমিতে কোনো ধরনের নিলাম হয়নি। পরে আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে সিটি কর্পোরেশনের সম্পত্তি শাখায় জমি মাপযোগ করার জন্য আবেদন করলে সিটি কর্পোরেশনের সার্ভেয়ার গত ২৪শে অক্টোবর এসে আমাদের সিমানা নির্ধারণ করে দিয়ে যায়। সেই মোতাবেক আমরা আমাদের প্রাপ্ত সম্পত্তি ঘিরে নিয়ে বসবাস করার উপযোগী করে তুলতে স্থাপনা নির্মাণের সরজ্ঞাম নিয়ে এসে রাখি। এমন্তবস্থায় গত ২৫শে অক্টোবর শুক্রবার সকালে ভুমিদস্যু আসলাম গং বিভিন্ন এলাকার টোকাই ও গুন্ডা বাহিনীকে নিয়ে এসে আমাদের নির্ধারিত সিমানা ও ঘরবাড়ি নির্মাণের সামগ্রী লুটপাট করে নিয়ে আবারো জবর দখল করে। এঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একাধিক অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। তিনি আরো বলেন, এই আসলামগং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর,তারা বিগত সময়ে এই আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে জমি জবরদখল করে নিয়ে আমাদের নিঃস্ব করে দিয়েছে। এসময় ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যরা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভূমিদস্যু আসলামগংদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও জবরদখল হওয়া সম্পত্তি পুনঃউদ্ধার চেয়ে আকুতি জানান।