কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৩ দোকানীর পাশে, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম | Daily Chandni Bazar কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৩ দোকানীর পাশে, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪ ০১:১৮
কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৩ দোকানীর পাশে, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম
নীলফামারী জেলা সংবাদদাতাঃ

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৩ দোকানীর পাশে, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম

নীলফামারীর কিশোরগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্থ ১৩ দোকানীকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করে, তাদের পাশে দাড়িয়েছেন,
 
শনিবার [২৬ অক্টবর] সন্ধ্যা য় উপজেলার কালিকাপুর বাজারের একটি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্থ্য ১৩ জন ব্যবসায়ীকে অর্থ সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাওনুল হক শাওন ও ব্যবসায়িরা প্রমুখ,
 
উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে কালিকাপুর বাজারে একটি মার্কেটে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি দোকান ভস্মিভূত হয়। তারপর খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল ছুটে যান, পরিদর্শন শেষে ১৩ জন দোকানদার কে অর্থ সহায়তা প্রদান করেন তিনি।