আইনজীবী পরিচয়দাকারী বুলেটের গ্রেফতারের দাবি | Daily Chandni Bazar আইনজীবী পরিচয়দাকারী বুলেটের গ্রেফতারের দাবি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪ ২৩:৫৩
আইনজীবী পরিচয়দাকারী বুলেটের গ্রেফতারের দাবি
আবু সাঈদের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা ও তদবির বাণিজ্য করার চেষ্টাকারিদের কঠোর হস্তে দমনের আহ্বান
নিজস্ব সংবাদদাতা, রংপুরঃ

আইনজীবী পরিচয়দাকারী বুলেটের গ্রেফতারের দাবি

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের মহাপরিদর্শক [আইজিপি] মোঃ ময়নুল ইসলামের সামনে বৈষম্যবিরোধী  আন্দোলনে নিহত আবু সাঈদের আইনজীবী পরিচয়দাকারী জোবায়দুল ইসলাম বুলেটের গ্রেফতারের দাবি জানিয়েছেন  আবু সাঈদ হত্যা মামলার বাদী নিহতের বড় ভাই রমজান আলী। এসময় আবু সাঈদের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা ও তদবির বাণিজ্য করার চেষ্টাকারিদের কঠোর হস্তে দমনের আহ্বান জানান তিনি।
গতকাল রোববার সন্ধ্যায় রংপুর আদালত চত্তরে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে নিহত আবু সাঈদের বড় ভাই ও মামলার বাদী রমজান আলী বলেন, গত শনিবার পুলিশ লাইন্স  স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে জোবাইদুল ইসলাম বুলেট নামে জনৈক ব্যক্তি নিজেকে আবু সাঈদ হত্যা মামলার আইনজীবী হিসেবে দাবী করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। জোবায়দুল ইসলাম বুলেট এই মামলার সাথে কোন সম্পৃক্ততা নাই তিনি মামলার কোন আইনজীবী নন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবীরা হচ্ছেন রোকনুজ্জামান রোকন, রায়হান কবির, শামিম আল মামুন, রায়হানুজ্জামান রায়হান, কামরুন্নাহার খানম শিখা, রাতুজ্জামান রাতুল, মাহে আলম, মাইদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে রমজান আলী জানান, কোন ব্যক্তি যদি হীন উদ্দেশ্যে আবু সাঈদের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা করার চেষ্টা করে বা তদবির বাণিজ্য করার চেষ্টা করে তাদের কঠোর হস্তে দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।