দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র আ’লীগ নেতা বেলাল গ্রেপ্তার | Daily Chandni Bazar দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র আ’লীগ নেতা বেলাল গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪ ২৩:৫৬
দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র আ’লীগ নেতা বেলাল গ্রেপ্তার
উপজেলা সংবাদদাতা, দুপচাঁচিয়া, বগুড়াঃ

দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র আ’লীগ নেতা বেলাল গ্রেপ্তার

হত্যা মামলার আসামী দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বেলাল হোসেন প্রামানিক [৫২] কে গ্রেপ্তার করেছে র‌্যাব—১২ এর একটি টিম। গত ২৭অক্টোবর রোববার দিবাগত ভোর রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করেন। 
প্রসঙ্গতঃ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে দুপচাঁচিয়ায় গত ৪আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান রাহিম গুলিবিদ্ধ হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯আগস্ট তার মৃত্যু হয়। এ বিষয়ে রাহিমের মাতা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭আগস্ট ২২জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০/৬০জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন এজাহারভুক্ত ১নং আসামী ছিলেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সাবেক মেয়র বেলাল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বেলাল হোসেনকে ২৮অক্টোবর সোমবার আদালতে সোপর্দ করা হবে।