বগুড়ার গাবতলীতে ছলেমান মোল্লা [৬২] নামের এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকে জমা দেয়ার নামে জামানতকারীর ৩লাখ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, গাবতলীর কাগইল ইউনিয়নের দড়িপাড়া গ্রামের ফারুকের স্ত্রী ডলি বেগম [৩৬] গত ২০২২সালের ৩জুন ডাচবাংলা ব্যাংক পীরগাছা শাখায় ব্যাংক কর্মকর্তা খাজা নাজিমুদ্দিনের [৩০] মাধ্যমে ৩লাখ টাকা জমা দেয়। কিছুদিন পর ডলি বেগম জানতে পারেন উক্ত ৩লাখ টাকা ব্যাংকে জমা হয়নি। পরে খেঁাজ নিয়ে দেখা যায়, ডলি বেগমের ৩লাখ টাকা খাজা নাজিমুদ্দিন ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে নিজের কাছে গচ্ছিত রেখেছেন। এখন উক্ত ৩লাখ টাকা ফেরত দিতে নানা টালবাহানা করছেন। এ অবস্থায় গত ২৭ অক্টোবর সকালে খাজা নাজিমুদ্দিনের শশুরবাড়ী সাতচুয়া গ্রামে গিয়ে টাকা ফেরত চাইলে খাজা নাজিমুদ্দিন উক্ত টাকা দিতে অস্বীকার করে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে খাজা নাজিমুদ্দিন ও তার লোকজন ফারুকের বড়ভাই ছলেমান মোল্লাকে এলোপাতারিভাবে মারপিট করে জখম করে। এ সময় ছলেমানের শ্যালক রকি [২৪] এগিয়ে এলে তাকেও মারপিট করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ছলেমান মোল্লা বাদী হয়ে খাজা নাজিমুদ্দিনকে প্রধান করে ৮জনের নাম উল্লেখ করে গতকাল সোমবার থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে গাবতলী থানার কর্তব্যরত এসআই তৌহিদুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।