আদমদীঘিতে ব্যবসায়ীর উপর হামলা, ছুরিকাঘাতে টাকা ও বাইক ছিনতাই | Daily Chandni Bazar আদমদীঘিতে ব্যবসায়ীর উপর হামলা, ছুরিকাঘাতে টাকা ও বাইক ছিনতাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ ০২:২৫
আদমদীঘিতে ব্যবসায়ীর উপর হামলা, ছুরিকাঘাতে টাকা ও বাইক ছিনতাই
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ

আদমদীঘিতে ব্যবসায়ীর উপর হামলা, ছুরিকাঘাতে টাকা ও বাইক ছিনতাই

গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার কাঞ্চনপুরে ছিনতাইকারিরা এক গুড় ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। বিদ্যুৎ কুন্ডু [৩০] নামের ওই ব্যবসায়ীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার প্রত্যন্তপল্লী কাঞ্চনপুর গ্রামের মৃত বিধান কুন্ডুর ছেলে বিদ্যুৎ কুন্ডুর, গ্রাম সংলগ্ন চাঁপাপুর ইউনিয়ন সদর বাজারে গুড়ের আড়ত রয়েছে। তিনি এদিন ভোরে গুড় ক্রয় করার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নাটোর যাচ্ছিলেন। তিনি চাঁপাপুর—আবাদপুকুর সড়কের কাঞ্চনপুর বড়পুল এলাকায় পেঁৗছলে ছিনতাইকারিরা সড়কে ব্যারিকেট দিয়ে পথরোধ করে। এরপর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল এবং পরিধেয় বস্ত্র খুলে ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা জানার পর তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। তিনি বর্তমানে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এবিষয়ে বিকাল সাড়ে তিনটায় থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সরেজমিন তদন্ত শুরু করা হয়েছে। তবে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় এখনো কেউ থানায় যোগাযোগ করেনি।