আদমদীঘিতে গোলায় ঘরের তালা ভেঙে ৩টি গরু চুরি | Daily Chandni Bazar আদমদীঘিতে গোলায় ঘরের তালা ভেঙে ৩টি গরু চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ ০২:২৫
আদমদীঘিতে গোলায় ঘরের তালা ভেঙে ৩টি গরু চুরি
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ

আদমদীঘিতে গোলায় ঘরের তালা ভেঙে ৩টি গরু চুরি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকার ওপর পৌওতা মহল্লা থেকে চোরের দল তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে ওই গ্রামের লিটনের গোয়াল ঘর থেকে চোরেরা গরু গুলো চুরি করে নিয়ে যায়। 
গ্রামবাসি ও ক্ষতিগ্রস্থ গরুর মালিক লিটন জানান,অন্যান্য দিনের মত গরু গুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পরেন। ভোরের দিকে চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। গ্রামবাসির ধারনা নওগাঁ—বগুড়া বাইপাস সড়কের পাশে লিটনের বাড়ি হওয়ায় চোরেরা গরু চুরির পর সেগুলোকে কোন যানবাহনে তুলে নিয়ে চলে গেছে। লিটনের দাবি তিনটি গরুর আনুমানিক মুল্য প্রায় তিন লাখ টাকা। মাত্র দুই সপ্তাহ আগে ওই এলাকার কোমলদোগাছি গ্রাম থেকে একই ভাবে চোরেরা তিনটি গরু চুরি করে নিয়ে যায়। সম্প্রতি উপজেলায় ব্যাপক হারে গরু চুরির ঘটনা ঘটায় কৃষকদের মাঝে আতংক বিরাজ করছে। আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি জেনেছেন,তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেন নি।