প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ ০২:৩৪
তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সৈয়দপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
নীলফামারী জেলা সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সৈয়দপুর পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল টি বাংলা হাইস্কুল মাট থেকে শুরু করে রংপুর রোড হয়ে প্রদিক্ষন করে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
এই বিশাল বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। পরে সংক্ষিপ্ত আকারে নেতারা বক্তব্য রাখেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবদুল গফুর সরকার, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমানিক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠান টি পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ সভাপতি শাহীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আবদুর রাশেদ বাবু, কোষ্যাধক্ষ গোলাপ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।