গাজার উত্তরে ইসরাইলি হামলায় ৯৩ জন নিহত | Daily Chandni Bazar গাজার উত্তরে ইসরাইলি হামলায় ৯৩ জন নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ ০২:৪৭
গাজার উত্তরে ইসরাইলি হামলায় ৯৩ জন নিহত
অনলাইন ডেস্ক

গাজার উত্তরে ইসরাইলি হামলায় ৯৩ জন নিহত

গাজার উত্তরাঞ্চলীয় বেইট লাহিয়া শহরের একটি আবাসিক ভবনে রাতভর ইসরাইলি বিমান হামলায় ৯৩ জন নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি মঙ্গলবার এএফপি’কে একথা জানায়।

এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসালের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, ‘বেইট লাহিয়া’র আবু নসর পরিবারের বাড়িতে গণহত্যায় ৯৩ জন শহীদ হয়েছেন এবং ধ্বংসস্তুপে এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন।’ এটা গাজায় মঙ্গলবারের ইসরাইলি বিমান হামলায় হতাহতের সর্বশেষ খবর। সূত্র: বাসস