ইসরাইলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই: আলী খামেনি | Daily Chandni Bazar ইসরাইলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই: আলী খামেনি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ ০২:৫০
ইসরাইলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই: আলী খামেনি
অনলাইন ডেস্ক

ইসরাইলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই: আলী খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরাইলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই;আবার বড় করে দেখাও ঠিক হবেনা। ইরানি কর্মকর্তারা নির্ধারণ করবেন ইসরাইলে কীভাবে হামলা চালানো হবে। কীভাবে ইরানের ‘শক্তি মত্তা’ সেখানে দেখানো হবে।

ইরানের বার্তা সংস্থা ‘ইরনা’-এর উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানিয়েছে।

তিনি আরো বলেন, ইরানের সামরিক স্থাপনায় গত শনিবার ইসরাইলের হামলার জবাব দেবে তেহরান। পাল্টা এই হামলায় ‘সম্ভাব্য সব ধরনের অস্ত্র’ ব্যবহার করা হবে বলেও জানিয়েছে দেশটি।

এদিকে ২৮ অক্টোবর সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই ঘোষণা দেন।

ইরান এর আগে ইসরাইলের বিমান হামলাকে বড় করে না দেখে ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছিল। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে সর্বাত্মক সংঘাত ছড়ানোর আশঙ্কায় গত ২৭ অক্টোবর রোববার যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার একটি সাপ্তাহিক টেলিভিশন সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে, বাঘাই বলেছেন, ‘ইরান ইসরাইলি হামলার জবাব দিতে সব ধরণের অস্ত্র ব্যবহার করবে। ইসরাইলের হামলার ধরণ যেমন ছিল: ‘ইরানের প্রতিক্রিয়া ও হবে একই ধরনের।’

তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দেননি।

গত শনিবার ভোরের আগে তেহরান এবং পশ্চিম ইরানে ক্ষেপণাস্ত্র কারখানা এবং অন্যান্য স্থাপনাগুলোতে কয়েক দফা বিমান হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ইরানের ৪ সেনা নিহত হয়। সূত্র: বাসস