নাটোরে পরকীয়া প্রেমের টানে ৫০ লাখ টাকা নিয়ে উধাও এক প্রবাসীর স্ত্রী | Daily Chandni Bazar নাটোরে পরকীয়া প্রেমের টানে ৫০ লাখ টাকা নিয়ে উধাও এক প্রবাসীর স্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪ ১০:১৫
নাটোরে পরকীয়া প্রেমের টানে ৫০ লাখ টাকা নিয়ে উধাও এক প্রবাসীর স্ত্রী
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে পরকীয়া প্রেমের টানে ৫০ লাখ টাকা নিয়ে উধাও এক প্রবাসীর স্ত্রী

 নাটোরের নলডাঙ্গায় পরকীয়া প্রেমের টানে উধাও হলেন এক প্রবাসীর স্ত্রী। যাওয়ার সময় প্রবাসী স্বামীর পাঠানো গচ্ছিত নগদ ৩০ লাখ টাকা ও গহলা সহ প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন বলে জানিয়েছেন প্রবাসীর পরিবারের লোকজন।

এ বিষয়ে গত মঙ্গলবার [ ২৯ অক্টোবর] রাতে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসী ছেলে মাজেদুলের পিতা আব্দুল  প্রামানিক। 
মামলা সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের আব্দুল প্রামানিকের ছেলে মাজেদুল ইসলামের [৪০] সাথে ২০ বছর আগে নাটোরের সিংড়া উপজেলার সোনাডাঙ গ্রামের খালেকের মেয়ে আফরোজা খাতুনের [৩৮] বিয়ে হয়। আর্থিক স্বচ্ছলতা ও সাংসারিক সুখের আশায় ধারদেনা করে ৭ বছর আগে মাজেদুল মালয়েশিয়া চলে যান। প্রবাসী জীবনের পরিশ্রমের উপার্জিত টাকা থেকে প্রতিমাসে স্ত্রীর নামে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতেন মাজেদুল। ৭ বছরে  স্ত্রীর নামে পাঠানো জমাকৃত ৩০ লাখ ও স্বর্ণের অলংকার মিলে প্রায় ২০ লাখ সহ মোট ৫০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেছে আফরোজা। 
এ ঘটনার খবর পেয়ে প্রবাসী মাজেদুল মালয়েশিয়ায় শারিরীক ভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তার বাবা আব্দুল প্রামাণিক। প্রবাসী মাজেদুল ইসলামের স্ত্রী আফরোজা খাতুনের সন্ধান চেয়ে মঙ্গলবার রাতে নলডাঙ্গা থানায় একটি মামলা করেন মাজেদুলের পিতা আব্দুল প্রামাণিক। 
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি] মোস্তাফিজুর রহমান বলেন, প্রবাসীর স্ত্রী উধাও ঘটনাটির তদন্ত চলছে। প্রযুক্তি ব্যবহার করে সন্ধানের চেষ্টা করা হচ্ছে।