বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে জখম | Daily Chandni Bazar বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে জখম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪ ১১:০০
বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে জখম
উপজেলা সংবাদদাতা, বীরগঞ্জ, দিনাজপুরঃ

বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে জখম

দিনাজপুরের বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা মা ও ছেলেকে পিটিয়ে জখম করে আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় বীরগঞ্জ  থানায় অভিযোগ ও সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে।  জানা গেছে, গত  ২০ অক্টোবর ২০২৪ তারিখে আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পুলিন চন্দ্র রায়ের স্ত্রী ধলেশ্বরী রানী [৭০] ও ছেলে প্রভাত চন্দ্র রায়ের বাড়ীর পার্শ্ববর্তী এলাকার বিমল চন্দ্র রায়ের জমিতে দুটি ছাগল ঘাস খেতে যায়। প্রতিপক্ষরা ছাগল দুটি ধরে নিয়ে গিয়ে খোয়ারে না দিয়ে বাড়ীতে বেধে রাখে। 
পরের দিন ছাগল দুটি আনার জন্য গেলে একই এলাকার বিমল চন্দ্র রায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বিমল চন্দ্র রায়ের ছেলে তাপস রায় [৩০], বিমল চন্দ্র রায় (৫৫) ও তাঁর স্ত্রী গীতা রানী রায়(৪২)  লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে বৃদ্ধা ধনেশ্বরী রানী ও ছেলে প্রভাত রায়ের উপর হামলা চালায়। তাদের হত্যার উদ্দেশ্যে বিমল ধারালো ছোরা দিয়ে প্রভাত ও তার মায়ের মাথার মধ্যখানে কুপিয়ে রক্তাক্ত জখম এবং  পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রভাতের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি'র পরামর্শ দেন। ঘটনার রাতই বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৭/১০/২০২৪ ইং তারিখে ভুক্তভোগী প্রভাত রায় বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুটিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে।