দুপচাঁচিয়ায় যৌথ অভিযানে ২৭টন চাল সহ গ্রেপ্তার এক | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় যৌথ অভিযানে ২৭টন চাল সহ গ্রেপ্তার এক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪ ১১:০৫
দুপচাঁচিয়ায় যৌথ অভিযানে ২৭টন চাল সহ গ্রেপ্তার এক
উপজেলা সংবাদদাতা, দুপচাঁচিয়া, বগুড়াঃ

দুপচাঁচিয়ায় যৌথ অভিযানে ২৭টন চাল সহ গ্রেপ্তার এক

 বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় গত ২৯অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফারুক দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাঁশোপাতা মহল্লার আমিনুর রহমানের ছেলে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুবিধাভোগী বিভিন্ন ভোক্তার নিকট হতে অবৈধভাবে চাল ক্রয় ও মজুদ রাখার অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
জানা গেছে, ঘটনারদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুনিরুল হকের উপস্থিতিতে দুপচাঁচিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালান। অভিযানকালে তালোড়া-দুর্গাপুর রাস্তার তালোড়ায় একটি ক্বওমী মাদ্রাসার পাশে ফারুকের দু’টি গুদাম হতে ৫০কেজির ১৫’শ ও ৩০কেজির ১৫’শ সরকারি খালি বস্তা উদ্ধার করে। সেই সঙ্গে সুবিধাভোগী বিভিন্ন ভোক্তার নিকট হতে অবৈধভাবে ক্রয় করা ২৭টন চাল জব্দ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি ফারুকের দু’টি গুদামঘর সিলগালা করে দেয়। অভিযানকালে থানার এসআই নিয়ামান নাসির, সেনাবাহিনীর সদস্যগণ ও খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এ ঘটনায় রাতেই উপজেলা খাদ্য পরিদর্শক সিহাব উদ্দিন বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।  
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতকে ৩০অক্টোবর বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।