শাজাহানপুরে কবরস্থানের রাস্তা বন্ধ করায় বিপাকে এলাকাবাসী | Daily Chandni Bazar শাজাহানপুরে কবরস্থানের রাস্তা বন্ধ করায় বিপাকে এলাকাবাসী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪ ১১:২৪
শাজাহানপুরে কবরস্থানের রাস্তা বন্ধ করায় বিপাকে এলাকাবাসী
উপজেলা সংবাদদাতা, শাজাহানপুর, বগুড়াঃ

শাজাহানপুরে কবরস্থানের রাস্তা বন্ধ করায় বিপাকে এলাকাবাসী

বগুড়ার শাজাহানপুরে  আব্দুস ছাত্তার ও তার ছেলে রাকিব বিল্ডিং বাড়ী নির্মাণ করে বহু পুরাতন কবরস্থানের রাস্তা বন্ধ করে দিয়েছেন।এতে বিপাকে পড়েছেন স্থানীয়লোকজন।
ঘটনাটি ঘটিয়াছে উপজেলার আড়িয়া ইউনিয়নের কাঁটাবাড়িয়া দক্ষিনপাড়া বিশ্বরোডের  পূর্বপার্শ্বে।
এবিষয়ে এলাকাবাসীর পক্ষে সানোয়ার নামের এক ব্যাক্তি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
ইউনিয়ন পরিষদে অভিযোগ সুত্র ও সরেজমিনে গিয়ে দেখাযায় কাঁটাবাড়িয়া দক্ষিনপাড়ায় বিশ্বরোডের পূর্বপার্শ্বে আব্দুস সাত্তার ও তার ছেলে রাকিব একটি বিল্ডিং বাড়ী নির্মাণ করে স্থানীয় লোকজনের কবরস্থানের রাস্তা বন্ধ করে দেন। বাড়িটির পূর্বধারে স্থানীয় লোকজনের বহু পুরাতন কয়েকটি কবরস্থান অবস্থিত।
বাড়িটির উত্তর দিকে নাম মাত্র একটু জায়গা ছেড়েছেন তাতে স্থানীয় লোকজন কবরস্থানে কোন লাশের খাটনী নিয়ে যেতে পারবেন না। 
এবিষয়ে স্থানীয় লোকজনকে বললে তারা বলেন আমরা কয়েক দফা তাদেরকে ডেকে বলেছি কবরস্থানের রাস্তা ছেড়ে বাড়ী নির্মাণ করতে কিন্তু তারা আওয়ামীলীগের কিছু লোকজন নিয়ে জোরপূর্বক বাড়িটি নির্মাণ করেন। পুনরায় তাদেরকে রাস্তার কথা বললে তারা আমাদের হুমকী দামকী দিয়ে ভয় ভিতি দেখান।
এবিষয়ে আব্দুস সাত্তারের ছেলে রাকিব জানায় আমরা যাবতীয় নিয়ম কানুন মেনে বাড়ী নির্মাণ করেছি।
এবিষয়ে আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানকে বললে তিনি জানান আমার কাছে লিখিত অভিযোগ করেছিল আমি উভয়কে নিয়ে একাধিক বার বসেছি কিন্তু কোন সুরাহা হয়নি।