সিন্ডিকেট ভাঙ্গতে এবার কাঁচা সবজির দোকান দিল বৈষম্য বিরোধী ছাত্ররা | Daily Chandni Bazar সিন্ডিকেট ভাঙ্গতে এবার কাঁচা সবজির দোকান দিল বৈষম্য বিরোধী ছাত্ররা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৪ ০১:১২
সিন্ডিকেট ভাঙ্গতে এবার কাঁচা সবজির দোকান দিল বৈষম্য বিরোধী ছাত্ররা
নিজস্ব প্রতিবেদক

সিন্ডিকেট ভাঙ্গতে এবার কাঁচা সবজির দোকান দিল বৈষম্য বিরোধী ছাত্ররা

বগুড়ায় সবজি বাজারের সিন্ডিকেট ভাঙতে এবার মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সরাসরি কৃষকের নিকট থেকে সবজি সংগ্রহ করে ভোক্তা পর্যায়ে বিক্রি শুরু করেছেন তারা। বাজারের চেয়ে অনেকটাই কমদামে বিক্রি করায় এই বাজারে ক্রেতাদের ভীড় ক্রমেই বাড়ছে। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানিয়েছেন, বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতামাথায় মুক্তমঞ্চে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে এ বাজার। বাজারে কৃষকের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হবে। একজন কৃষক চাইলে সরাসরি সবজি এনেও নির্ধারিত দামে তার সবজি বিক্রি করতে পারবেন। 
আজ বৃহস্পতিবার সকালে ন্যায্যমূল্যের এ বাজার বসতে না বসতেই উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে। অনেকেই তাদের প্রয়োজনীয় সবজি কিনছেন প্রচলিত বাজারের থেকে অনেক কম দামে। 
মুক্তমঞ্চের এই সবজি বাজারে টাঙিয়ে রাখা মূল্য তালিকা অনুযায়ী বৃহস্পতিবার এ বাজারে বেগুন ৪০ টাকা, ফুলকপি ৫৭ টাকা, পটল ৪০ টাকা, মূলা ২০ টাকা, আলু ৫২ টাকা, কাঁচা মরিচ ১১০ টাকা ও পেঁয়াজ ১শ’ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। অথচ শহরের ফুলতলা, কলোনী, সুলতানগঞ্জ ও ভবের বাজার চারমাথায় এদিন সকালে বেগুন ৫৫ থেকে ৬০ টাকা, ফুলকপি ৮০ থেকে ৯০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, মূলা ৩৫ থেকে ৪০ টাকা, আলু ৬০ টাকা, কাঁচা মরিচ ১৪০ থেকে ১৬০ টাকা ও পেঁয়াজ ১১০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে। 
ন্যায্যমূল্যের এ বাজারে ধনিয়া পাতা, করলা, লাউ, বরবটি, মিষ্টি কুমড়াসহ আরো অনেক সবজি বাজারের চেয়ে অনেক কম দামে বিক্রি করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এ বাজারে ক্রেতাদের আশানুরূপ সাড়া পেলে শহরের উন্মুক্ত কোনো স্থানে স্থায়ী রূপ দেয়া হবে বাজারটিকে। যেখানে কৃষক তার সবজি সরাসরি ভোক্তার নিকট ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবেন। এতে করে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ভেঙে সবজির বাজারে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। তারা জানান, এ বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা রয়েছে।