প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৪ ০১:৪৭
বড়াইগ্রামে অনুমতি ছাড়াই ৫০টিরও বেশি গাছের ডালপালা কাটার অভিযোগ
উপজেলা সংবাদদাতা, বড়াইগ্রাম, নাটোরঃ
নাটোরের বড়াইগ্রামে সড়ক ও জনপথ বিভাগের অনুমতি ছাড়াই ৫০ টি' র বেশি গাছের ডালপালা কেটে বিক্রির অভিযোগ উঠেছে ভবানীপুর কৃষি খামারের কর্মকর্তা মোঃ মাহবুব ইসলামের বিরুদ্ধে । পার্শ্ববর্তী লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ আওতাধীন ভবানীপুর কৃষি খামার এলাকায় বনপাড়া-লালপুর সড়কের গাছের ডালপালা কেটে বিক্রি করেন তিনি।
এ বিষয়ে মাহবুব ইসলামের সাথে কথা বললে তিনি দাবি করেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানিয়ে তিনি গাছের ডালপালা কেটেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো লিখিত অনুমতি বা তথ্যপ্রমাণ দিতে পারেননি। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা শেষ না করেই অফিস থেকে বের হয়ে দ্রুত পালিয়ে যান।
এ ব্যাপারে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, গাছের ডালপালা কাটার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, স্থানীয়রা জানান, কৃষি খামারের বিভিন্ন সেক্টরে ব্যবস্থাপক মাহবুব ইসলাম দুর্নীতির সাথে জড়িত রয়েছে, তারা তদন্ত পূর্বক শাস্তির দাবি করেন।