বগুড়ায় বাচ্চাদের মেধাবিকাশে "ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন | Daily Chandni Bazar বগুড়ায় বাচ্চাদের মেধাবিকাশে "ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৪ ১৮:৪০
বগুড়ায় বাচ্চাদের মেধাবিকাশে "ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বাচ্চাদের মেধাবিকাশে

শুক্রবার বিকেলে শহরের জলেশ্বরীতলায় "ইনডোর প্লে -গ্রাউন্ড" এর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম জাহিদুল ইসলাম। ছবি- চাঁদনী বাজার

শিশুদের শারীরিক ও মানসিক মেধা বিকাশে ইনডোর প্লে-গ্রাউন্ড আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো।  শুক্রবার বিকেলে শহরের জলেশ্বরীতলাস্হ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বাকী সড়কে (জেলখানার পুর্ব পাশে)  "প্লে পার্ক" নামে এই প্রতিষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম জাহিদুল ইসলাম , উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  শিশু মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আতিকুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মনিরুল আমিন, এফ এম সাব্বির, ইসমাইল হোসেন দুখু, মুশফিকা  তাবাসসুম, মুস্তাক আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ নুরুন্নবী প্রমুখ । প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান ইট পাঁজরে লোহার খাঁচায়  বন্দী এই শহরে শিশু-কিশোরদের মেধাবিকাশ ও বিনোদনের তেমন কোন ব্যবস্থা নেই। তাই এই চিন্তাধারা থেকেই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করা হলো। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে প্রতিষ্ঠান দাঁড় করানোর চিন্তাভাবনা আছে।