নাটোরে পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগে চাকুরী প্রার্থীদের সড়কে বিক্ষোভ | Daily Chandni Bazar নাটোরে পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগে চাকুরী প্রার্থীদের সড়কে বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২৪ ১০:৫৪
নাটোরে পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগে চাকুরী প্রার্থীদের সড়কে বিক্ষোভ
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগে চাকুরী প্রার্থীদের সড়কে বিক্ষোভ

নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগে পুলিশ লাইনের সামনে সড়কে বিক্ষোভ করেছে বাদ পড়া প্রার্থীরা। বাদ পড়া প্রার্থীদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে অভিযোগ করেন, দালালের মাধ্যমে আর্থিক চুক্তিতে অযোগ্য ঘোষিত প্রার্থীদের ডেকে নিয়ে যোগ্য ঘোষনা করা হয়েছে। এর ফলে যোগ্য প্রার্থীরা বাদ পড়েছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে চাকরি প্রার্থীরা পুলিশ লাইনের সামনের সামনের রাস্তায় অবরোধ করার চেষ্টা করলে পুলিশ সুপার মারুফাত হোসাইন ও সেনাবাহিনীর নেতৃত্বে অবরোধকারীদের সরিয়ে দেয়া হয়েছে। 

দৌড়ে ২০০ মিটারের পরিবর্তে ৩০০ মিটার করারও অভিযোগ তুলেছেন বঞ্চিত প্রার্থীরা। তবে ঐসব অভিযোগকারী প্রার্থীদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিকেলে পুলিশ লাইন্স মূল গেইটের সামনে ৩০-৪০ জন বঞ্চিত প্রার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ সুপার মারুফাত হোসাইন ছুটে গিয়ে নিয়োগে কোন অনিয়ম হওয়ার সুযোগ নেই বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করে তাদের সরিয়ে দেন।
রাজশাহী রেন্জের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আলমগীর রহমান জানান, বিষয়টি তিনি জানতে পেরে নাটোরের পুলিশ সুপারের সাথে কথা বলেছেন। পুলিশ নিয়োগে কোন অনিয়ম হওয়ার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন। 
পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, অনিয়মের অভিযোগ সঠিক না। অযোগ্য ঘোষিত প্রার্থীদের ডেকে নেয়া হয়নি। বাদ পড়া প্রার্থীরা বিক্ষোভ করার চেষ্টা করলে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে। 
নাটোর জেলায় এ ধাপে ৫০ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেয়া হবে। এজন্য কয়েকহাজার আবেদন পড়েছে। শনিবার যাচাই -বাছাইয়ের দ্বিতীয় দিনে দৌড়, উচ্চ লাফ(হাই জাম্প) এবং দীর্ঘ লাফ(লং জাম্প) পরীক্ষা ছিলো।