আন্তর্জাতিক সম্প্রীতির চেতনায় ঢাকায় জাতীয় একতা দিবস উদযাপন | Daily Chandni Bazar আন্তর্জাতিক সম্প্রীতির চেতনায় ঢাকায় জাতীয় একতা দিবস উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৪ ১৯:২৭
আন্তর্জাতিক সম্প্রীতির চেতনায় ঢাকায় জাতীয় একতা দিবস উদযাপন
সঞ্জু রায়:

আন্তর্জাতিক সম্প্রীতির চেতনায়
ঢাকায় জাতীয় একতা দিবস উদযাপন

"জনগণ অনেক, জন্মভূমি একটাই" প্রতিপাদ্যতে ঢাকায় রাশিয়ান হাউসের আয়োজনে জাতীয় ঐক্য দিবস উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্বদেশী, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভইনচেনকভ। তিনি বলেন, রাশিয়ার এই দিনটি সমাজে উৎস, ধর্ম এবং সমাজে অবস্থান নির্বিশেষে সমগ্র জনগণের বীরত্ব এবং সংহতির প্রতীক হিসেবে পালিত হয় । আজকের বিশ্বে যেখানে বিভিন্ন জাতীয়তার অনেক লোক রয়েছে, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা ঐক্যবদ্ধ। এই দিনে আমরা চেতনার শক্তি, দেশগুলির ঐক্য, স্বাধীনতা, স্থিতিশীলতা এবং আস্থা কামনা করি। দৃঢ় পারিবারিক বন্ধন, বন্ধুত্ব, সংহতি এবং জাতীয় ঐক্য আমাদের মাথার উপর একটি শান্তিপূর্ণ আকাশের চাবিকাঠি। আমরা সবাই ভিন্ন ভিন্ন জাতি ও ধর্মের প্রতিনিধি, কিন্তু একসঙ্গে আমরা আগের চেয়ে শক্তিশালী। আসুন আমরা আমাদের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের প্রশংসা করি এবং লালন করি। অনুষ্ঠানে এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, সংগীতশিল্পী ও যুব প্রতিনিধি ছাড়াও অনেকে ঐক্য ও সাম্যের আহ্বানে বক্তব্য রাখেন। পরিশেষে অনুষ্ঠানের অংশ হিসেবে ক্লিম শিপেনকো পরিচালিত রাশিয়ান ড্রামা ফিল্ম “দ্য চ্যালেঞ্জ” দেখানো হয়। যা বিশ্বের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ফিচার ফিল্ম যার দৃশ্যগুলি পেশাদার সিনেমাটোগ্রাফাররা মহাকাশে চিত্রগ্রহণ করেছিলেন।