টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের চলাচলের প্রধান গেট সংকীর্ণ করে কশাইখানা নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত | Daily Chandni Bazar টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের চলাচলের প্রধান গেট সংকীর্ণ করে কশাইখানা নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৪ ০১:২৪
টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের চলাচলের প্রধান গেট সংকীর্ণ করে কশাইখানা নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি

টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের  চলাচলের প্রধান গেট সংকীর্ণ করে কশাইখানা নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

সোমবার দুপুরে টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ জয়পুরপাড়া এর শিক্ষার্থীরা নির্মান কাজ বন্ধের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করে। বগুড়া পৌরসভার এর উদ্যোগে কসাইখানা নির্মাণ করতে গিয়ে স্কুলের প্রধান ফটক যাতায়াত ও রাস্তা সংকীর্ণ  করায় স্থায়ীভাবে এই ইমারত তৈরির প্রতিবাদে শিক্ষার্থীদের এই সমাবেশ।

শিক্ষার্থীদের দাবি তাদের চলাচলে স্কুলের প্রধান গেটে যাতায়াতের জন্য ফুটপাত এবং রাস্তা প্রয়োজন। বিগত ২০১৪ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই উক্ত রাস্তা স্কুলের ছাত্র-ছাত্রীরা ব্যবহার করে আসছে। হঠাৎ করেই পৌরসভার উদ্যোগে কসাইখানা নির্মাণের ফলে উক্ত রাস্তার চওড়া বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস.এম জামসেদ আলী বলেন, স্কুলটি স্থাপিত হওয়ার পর থেকেই উক্ত রাস্তাটি বাস চলাচলে ও শিক্ষার্থীরা যাতায়াতের জন্য ব্যবহার করে আসছে।বর্তমানে প্রায় দুইহাজার ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। তাদের ও তাদের অভিভাবক দের দাবীর প্রেক্ষিতে উক্ত রাস্তা ছেড়ে নির্মানের জোর দাবি জানান।

গত জুলাই/আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী সংগ্রামে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সক্রিয় অংশগ্রহণ ও আহত হয়েছে। শিক্ষার পরিবেশ বিঘœ হলে অত্র প্রতিষ্ঠান থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। - খবর বিজ্ঞপ্তির

সোমবার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের চলাচলের প্রধান গেট বন্ধ করে পৌরসভার উদ্যোগে বগুড়া জেলার কশাইখানা নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। ছবি বিজ্ঞপ্তির