নওগাঁয় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান শুরু, ২টি হোটেল-রেস্তোরার বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar নওগাঁয় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান শুরু, ২টি হোটেল-রেস্তোরার বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৪ ০১:৫০
নওগাঁয় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান শুরু, ২টি হোটেল-রেস্তোরার বিরুদ্ধে মামলা
নওগাঁ সংবাদদাতাঃ

নওগাঁয় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান শুরু, ২টি হোটেল-রেস্তোরার বিরুদ্ধে মামলা

নওগাঁয় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান শুরু হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের দয়ালের মোড়-ডিগ্রির মোড় এলাকায় দেড় ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। 
 প্রথম দিনের এ অভিযানে পৃথক অপরাধে দয়ালের মোড় এলাকার ‌হো‌টেল সাত ভাই চাম্পা ও রুবির মোড় এলাকার পঞ্চ হোটেল এন্ড রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক। 
 
 এসময় অন্যদের মধ্যে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিনসহ সদর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 
 
 নওগাঁ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক বলেন, সকালে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরায় অভিযান চলাকালীন সময়ে হো‌টেল সাত ভাই চাম্পায় গেলে পোকামাকর যুক্ত ছয় লিটার দুধ নষ্ট অবস্থায় পাওয়া যায়। এছাড়াও পঞ্চ হোটেল এন্ড রেস্তোরাঁর রান্নাঘরে গেলে ৫ কেজি শুকনা ও ১ কেজি নষ্ট কাঁচামরিচ পাওয়া যায়। যা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হওয়ায় হো‌টেল সাত ভাই চাম্পার স্বত্বাধিকারী আমিরুল ইসলাম ও পঞ্চ হোটেল এন্ড রেস্তোরাঁর স্বত্বাধিকারী মারুফ আহমেদ এর বিরুদ্ধে বিশুদ্ধ খাদ‌্য আদাল‌তে নিয়‌মিত মামলা দায়ের করার নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নিজে উপস্থিত থেকে নষ্ট দুধ ও মরিচ ধ্বংস করান। বিশুদ্ধ খাদ্য আদালতের এই অভিযান আগামীতেও চলমান থাকবে। 
 
 নওগাঁ বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী খোর‌শেদ আলম বলেন, জেলা নিরাপদ খাদ‌্য কর্মকর্তা চিন্ময় প্রামা‌ণিক বাদী হ‌য়ে দুপু‌রে ওই দুই প্রতিষ্ঠা‌নের মা‌লিকের বিরুদ্ধে মামলা দায়ের করে‌ছেন। এ মামলায় শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দিয়েছেন বিচারক।