প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৪ ০১:০৭
নাটোরে কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ
নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ হাজার ৫০ জন কৃষককে এই বীজ সরবরাহ করেন আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইন্সটিটিউট (আইএফপিআরআই)-হারভেস্টপ্লাস প্রোগ্রামের স্কেলিং বায়োফার্টিফাইড ক্রপ।
প্রকল্পের আয়োজনে নাটোরের সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ১০০ জাতের মোট তিন মেট্রিক টন বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ ওয়াহিদুল আমিন। মঙ্গলবার(৫ নভেম্বর) সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা একেএম সাদিকুল ইসলাম, হার্ভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো- অর্ডিনেটর সালেহ মোঃ সিহাব উদ্দিন ও প্রজেক্ট ম্যানেজার শাহীনুর কবির।
এ সময় অতিথিরা বলেন, স্কেলিং বায়োফার্টিফাইড ক্রপ প্রকল্পটি দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেটার ডে সেন্টস এর অর্থায়নে হারভেস্টপ্লাস সলিউশনস বাংলাদেশ (নিউট্রিশিয়াস এগ্রিফিউচার) বাংলাদেশ হিসাবে নিবন্ধিত এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফার্টিফাইড খাদ্য শস্যের বিকাশ ও প্রচার করে এবং বায়োফর্টিফিকেশন প্রমাণ ও প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুস্টি ও জনস্বাস্থ্যের উন্নতি করে থাকে।
এছাড়াও নাটোরের বাগাতিপাড়া উপজেলার কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।অন্যান্য উপজেলাও এই বীজ বিতরণ কার্যক্রম চলবে বলে আয়োজকরা জানান।