মান্দায় বাজপাখির আক্রমণে এক শিক্ষার্থী আহত | Daily Chandni Bazar মান্দায় বাজপাখির আক্রমণে এক শিক্ষার্থী আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৪ ০১:২৩
মান্দায় বাজপাখির আক্রমণে এক শিক্ষার্থী আহত
উপজেলা সংবাদদাতা, মান্দা, নওগাঁঃ

মান্দায় বাজপাখির আক্রমণে এক শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় বাজপাখির আক্রমণে তাওহিদুল ইসলাম শিমুল (১২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর মৎস্যজীবীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তাওহিদুল ইসলাম শিমুল গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে চকরাজাপুর গ্রামের এরশাদ আলীর ছেলে বলে জানা গেছে।
শিক্ষার্থী শিমুলের বাবা এরশাদ আলী বলেন, বুধবার সকাল ৯টার দিকে ছেলে শিমুল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে এনায়েতপুর মৎস্যজীবীপাড়া এলাকায় সে বাজপাখির আক্রমণের শিকার হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, মৎস্যজীবীপাড়ার অদুরে শিক্ষার্থী শিমুলের বাইসাইকেলের চেইন পড়ে যায়। এসময় শিমুল সাইকেল থেকে নেমে তা ঠিক করছিল। হঠাৎ বাঁশ ঝাঁড়ে থাকা বিশাল আকৃতির একটি বাজপাখি তাকে আক্রমণ করে। শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন বাজপাখিকে মেরে শিমুলকে উদ্ধার করে।
গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের শিক্ষক গোলাম শহীদ বলেন, ‘বাজপাখির আক্রমণের শিকার হয়ে শিক্ষার্থী শিমুল আহত হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা তার বাড়িতে গিয়েছিলাম। বর্তমানে সে সুস্থ আছে।’
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালের জরুরী বিভাগে শিক্ষার্থী শিমুলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।