রমেকের বৈষম্যবিরোধী চিকিৎসক ও শিক্ষার্থীদের আনন্দ মিছিল | Daily Chandni Bazar রমেকের বৈষম্যবিরোধী চিকিৎসক ও শিক্ষার্থীদের আনন্দ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৪ ১০:২০
রমেকের বৈষম্যবিরোধী চিকিৎসক ও শিক্ষার্থীদের আনন্দ মিছিল
জালাল উদ্দিন ,রংপুরঃ

রমেকের বৈষম্যবিরোধী চিকিৎসক ও শিক্ষার্থীদের আনন্দ মিছিল

রংপুর মেডিকেল কলেজে সদ্য পদন্নতী প্রাপ্ত নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ শরিফুল ইসলামের যোগদান উপলক্ষে আনন্দ মিছিল বের করেন বৈষম্যবিরোধী চিকিৎসক ও শিক্ষাথীরা। রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সদ্য নিয়োগপ্রাপ্ত রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম। এ উপলক্ষে গতকাল (০৬ নভেম্বর) বুধবার সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ চত্বরে বৈষম্যবিরোধী চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে যোগদানকৃত নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাকে ফুলের শুভেচ্ছা জানান রংপুর মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী সকল চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীরা।  উল্লেখ্য ঃ গত বুধবার (৩০ অক্টোবর) থেকেই ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন রমেকের চিকিৎসক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে অংশ নেওয়া মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তৎকালীন উপাধ্যক্ষ মাহফুজার রহমান। এ ছাড়াও পুলিশ ও প্রশাসনের সঙ্গে মিলে শহীদ আবু সাঈদ হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট বদলাতে প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসককে চাপ দিয়েছিলেন তিনি এবং সেই সময়ের অধ্যক্ষ। তাছাড়া ডা. মাহফুজ স্বাধীনতা চিকিৎসক পরিষদেরও (স্বাচিপ) নেতৃত্ব দিয়েছেন। চিকিৎসকদের অভিযোগ, ডা. মাহফুজার রহমান উপাধ্যক্ষ থাকাকালে তার কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের অবাধ যাতায়াত ছিল। বিশেষত ছাত্রলীগ নেতা প্রান্ত সারাক্ষণই তার কক্ষে বসে থাকতো। এ নিয়ে একাডেমিক কাউন্সিলেও আপত্তি তোলা হয়েছিল। এ ছাড়া আওয়ামী লীগের আমলে টানা পাঁচ বছর উপাধ্যক্ষ ও চার বছর মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ডা. মো. মাহফুজার রহমান। এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।