রাবির ভর্তি পরীক্ষা হতে পারে আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল | Daily Chandni Bazar রাবির ভর্তি পরীক্ষা হতে পারে আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৪ ১০:২৩
রাবির ভর্তি পরীক্ষা হতে পারে আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল
মোঃ ফয়সাল আলম, রাজশাহীঃ

রাবির ভর্তি পরীক্ষা হতে পারে আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১২, ১৯ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার (৫ নভেম্বর) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সময়ের বিষয়টি সুপারিশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি উপকমিটির সভায় সর্বসম্মতভাবে অন্যান্য বিষয়ের মধ্যে রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়। ১৪ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এই সুপারিশ বিবেচনা করা হবে। ওই সভায় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।