রংপুরে সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার | Daily Chandni Bazar রংপুরে সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৪ ১০:৩২
রংপুরে সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা, রংপুরঃ

রংপুরে সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। গংগাচড়া থানার ওসি মোহাম্মদ আল এমরান জানান, মাজহারুল ইসলামকে গ্রেফতারের পর মহানগর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চেয়ারম্যান লেবু ছাত্র আন্দোলনে নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪ নম্বর আসামি। জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ। এ সময় বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে তিনি আন্দোলন কারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।  এ ঘটনায় গত ২০ আগস্ট সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩’শ জনের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ৪৪ নম্বর আসামী ছিলেন মাজহারুল ইসলাম লেবু। তিনি গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।