প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৪ ০০:১২
নাটোরে ১০ বৎসরের শিশু ধর্ষণ মামলার রায়ে ৬৬ বছরের বৃদ্ধার যাবজ্জীবন কারাদন্ড
প্রায় ৬ বছর পর মামলার রায় প্রকাশ
নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের বড়াইগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ আব্দুল কাশেম ওরফে বাহাদুর (৬৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে তা ভিকটিমকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বাকী সাতজন আসামীর নামে অপরাধ প্রমাণিত না হওয়ার তাদের খালাস দেয়া হয়েছে।
ঘটনার সময় দন্ডপ্রাপ্ত আসামীর বয়স ছিল ৬০ বছর। তার বাড়ি বড়াইগ্রাম উপজেলার গড়মাটি মধ্যপাড়ায়।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি)মোঃ আব্দুল কাদের জানান,২০১৮ সালের ১২ জুলাই সকালে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে বাহাদুর তাকে ডেকে নিজের ডেকোরেটরের দোকানে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার বাবাকে জানান। পরে শিশুটিকে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর শিশুটির বাবা আটজনকে আসামী করে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।এঘটনায় পুলিশ তদন্ত করে বাহাদুরের নামে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ প্রায় সাড়ে ছয় বছর পর এ মামলার রায় দেন আদালত।