পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এবং দক্ষিণ কোরিয়ার কিয়াংডং ইউনিভার্সিটি গ্লোবালের মধ্যে সমঝোতা স্মারকের আলোকে কিয়াংডং ইউনিভার্সিটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে একটি মতবিনিময় সভা সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় পুণ্ড্র ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ ও প্রভাষক, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিয়ারিং (ইইই) বিভাগ মোঃ রাকিবুল ইসলাম। দক্ষিণ কোরিয়ার কিয়াংডং ইউনিভার্সিটি গ্লোবালের পক্ষে উপস্থিত ছিলেন ড. নূর আলম আহমেদ, অ্যাসোসিয়েট ডিন অব ইন্টান্যাশনাল ফ্যাকাল্টি। মি. আলম একই সাথে তার বিশ্ববিদ্যালয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। সভায় কিয়াংডং ইউনিভার্সিটি গ্লোবা দক্ষিণ কোরিয়ার উদ্যোগে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিশীঘ্রই একটি কোরিয়ান ল্যাংগুওয়েজ সেন্টার উদ্বোধন করতে বিশ্ববিদ্যালয় দুটি সম্মত হয়। এছাড়া পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার ছাড়াও ও পুণ্ড্র ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন শেষে পূর্ণকালীন মেধাবৃত্তি লাভের মাধ্যমে কোরিয়ান কিয়াংডং ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবে। উল্লেখ্য যে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া এবং কিয়াংডং ইউনিভার্সিটি গ্লোবালের মধ্যে ২০২৩ সালে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্বারকের আলোকে পুণ্ড্র ইউনিভার্সিটির বেশ কিছু ছাত্র ছাত্রী বৃত্তিলাভ করে কিয়াংডং ইউনিভার্সিটি গ্লোবালে পড়াশোনা করছে। - খবর বিজ্ঞপ্তির