শাজাহানপুরে ৩হাজার কৃষক পেলেন বিনামুল্যে প্রণোদনার বীজ ও সার | Daily Chandni Bazar শাজাহানপুরে ৩হাজার কৃষক পেলেন বিনামুল্যে প্রণোদনার বীজ ও সার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৪ ০১:৩৩
শাজাহানপুরে ৩হাজার কৃষক পেলেন বিনামুল্যে প্রণোদনার বীজ ও সার
উপজেলা সংবাদদাতা, শাহজাহানপুর, বগুড়াঃ

শাজাহানপুরে ৩হাজার কৃষক পেলেন বিনামুল্যে প্রণোদনার বীজ ও সার

বগুড়ার শাজাহানপুরে উপজেলার ৩ হাজার কৃষক কৃষাণী পেলেন রবি মৌসুমের বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার। 
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায়  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে চত্বরে এ বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মুহসিয়া তাবাসসুম।
 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনা খাতুন সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন শাওন,ফারহানা আফরোজ সহ উপসহকারী কৃষি অফিসার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য- শাজাহানপুর উপজেলার ৩ হাজার কৃষক কৃষাণীদের মাঝে গম, ভুট্রা, সরিষা শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর,খেসারী ডাল বীজ,চিনাবাদাম ও সার প্রদান করা হয়।
এর মধ্যে ১৩০ জনকে ২০ কেজি করে গমবীজ, ১০ কেজি ডিএপি ১০ ও কেজি এমওপি সার,২৪০জনকে ২ কেজি করে ভুট্রাবীজ  ২০কেজি ডিএপি ও এমওপি১০  কেজি সার , ২৪৯০  জনকে ১ কেজি করে সরিষা বীজ ও  ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ৩০ জনকে ১ কেজি করে শীতকালিন পেঁয়াজ বীজ ও ১০ কেজি ডিএপি ১০কেজি এমওপি সার,২০ জনকে ৫ কেজি করে মুখ ডালবীজ ও ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার,২০ জন চিনাবাদাম ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৬০ জনকে ৫ কেজি মসুর ডালবীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১০জনকে ৮ কেজি করে খেসারী ডাল বীজ,১০কেজি  ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিনামুল্যে প্রদান হয়।