বীরগঞ্জ নদী থেকে বালু উত্তোলন করার সময় শিশু নিহত | Daily Chandni Bazar বীরগঞ্জ নদী থেকে বালু উত্তোলন করার সময় শিশু নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ১৪:১৫
বীরগঞ্জ নদী থেকে বালু উত্তোলন করার সময় শিশু নিহত
উপজেলা সংবাদদাতা, বীরগঞ্জ, দিনাজপুরঃ

বীরগঞ্জ নদী থেকে বালু উত্তোলন করার সময় শিশু নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদী থেকে ভেঁপু দিয়ে বালু উত্তোলন করার সময় নয়ন রায়(৮) নিহত হয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর) সাড়ে ১০টার সময় নানার বাড়িতে ৫জন এক সাথে নদীতে খেলা করতে যায়। ঢেপা নদী সাঁতার কেটে পার হওয়ার সময় গর্তে পড়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
বীরগঞ্জ উপজেলার ০৪নং পাল্টাপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার আশ্রয়ণের মৃত দুখিয়া রায়ের ছেলে অলক রায় নিহতের নানা।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জাদুরানী এলাকার সাগর রায়ের ছেলে নয়ন রায়(০৮) এর বাড়ি।
নিহতের নানা অলক রায় বলেন, এটি উঁচু মাঠ ছিল, খনন করার জন্য লিখিত অভিযোগ করেছি। বর্তমানে আমরাসহ সম্পূর্ণ আশ্রয়ণ নদীগর্ভে বিলিন হওয়ার পর্যায়ে। তোফাজ্জল ও সিদ্দিক পাটোয়ারী নদী খনন করায় তাদেরকে দায়ী করেন। তদন্ত সাপেক্ষে সুষ্ঠ ও ন্যায় বিচার দাবি করেন।
নিহতের পিতা সাগর রায় জানান, আমাদের দাবি ন্যায় বিচার চায়, আর কোনও দাবি নেই।
 
অফিসার ইনচার্জ মোঃ আব্দুর গফুর জানান, সরেজমিনে গিয়ে লাশ উদ্ধার করে, দিনাজপুর মেডিকেলে পোস্টমর্টেম করার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।