বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেছেন, শরীর ও মন সুস্থ্য রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই সবাইকে কাজ করার পাশাপাশি খেলাধুলাও করতে হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বেলুন উড়িয়ে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল আহসান ডিটলের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকুর সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হাসান জিসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, যুগ্ম সম্পাদক মুঞ্জু, সুরাইয়া জেরিন রনি, সহ-সম্পাদক আ: গফুর টুকু, মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও শাহাদত হোসেন খান সাগর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাদ রহমান তাসকিন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, সদস্য সচিব লেমন রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলম আকন্দ এবং সাধারণ সম্পাদক শাহিন পাইকার। উদ্বোধনী খেলায় গোলশূন্য হলেও ট্রাইব্রেকারে রাজশাহী নবাব একাডেমিকে ৩-১ গোলে হারিয়ে পার্বতীপুর ফুটবল একাডেমি জয়ী হয়। খেলা পরিচালনায় ছিলেন রাকিব, রায়হান ও রবিউল। ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন আসাদুজ্জামান। উল্লেখ্য, এই ফুটবল টুর্ণামেন্টে জেলাভিত্তিক মোট ৮টি দল অংশগ্রহণ করবে।