০৮ নভেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির উদ্যোগে সাতমাথা মুক্ত মঞ্চে জেলা কমিটির সভাপতি যুবনেতা ফারহানা আক্তার শাপলা'র সভাপতিত্বে ও যুবনেতা শাওন পাল'র সঞ্চালনায় এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য যুবনেতা মামুনুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা সাইদুর রহমান পারভেজ, সহ-সভাপতি যুবনেতা অখিল পাল, সহ সাধারণ সম্পাদক সাবেকুন নাহার যুথি, জেলা কমিটির সদস্য যুবনেতা সাদ্দাম হোসেন, এবং সদর উপজেলা কমিটির সদস্য মোঃ বারেক শেখ।
যুব ইউনিয়নের এই সমাবেশে সংহতি বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ, সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা সাব্বির আহমেদ রাজ প্রমুখ।
বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র, তরুণ ও যুবক তাঁদের জীবন উৎসর্গ করেছেন। দেশের কর্মসংস্থানে যে বৈষম্য রয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং কোটি কোটি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ নীতি নির্ধারণ ও আইন প্রণয়ন করতে হবে।”
তারা আরো বলেন, “চাকুরিতে সরকারি ও বেসরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ দেয়া এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে।”
এছাড়া, বক্তাগণ চাকরির আবেদনে পে-অর্ডার প্রথা বাতিল এবং নিয়োগ পরীক্ষা বিকেন্দ্রীকরণের দাবি জানান।
বক্তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে, মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালাতে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য যৌথ বাহিনীর অভিযান জোরদার করার আহ্বান জানান। - খবর বিজ্ঞপ্তির