পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ ২৫০ মানুষের মাঝে জীবনমান উন্নয়ন সামগ্রী বিতরন | Daily Chandni Bazar পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ ২৫০ মানুষের মাঝে জীবনমান উন্নয়ন সামগ্রী বিতরন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ২৩:৩০
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ ২৫০ মানুষের মাঝে জীবনমান উন্নয়ন সামগ্রী বিতরন
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালীঃ

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ ২৫০ মানুষের মাঝে জীবনমান উন্নয়ন সামগ্রী বিতরন

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানে ক্ষতিগ্রস্থ ২৫০ মানুষের মাঝে জীবনমান উন্নয়ন সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কম্পানীর সহযোগিতায় প্রগতিশীল তরুন সমাজকল্যান সংগঠনের উদ্যোগে ধানখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরন করা হয়। 
 
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আউয়াল অন্তর ও স্থানীয় আবদুল মামুন সহ গন্যমান্য ব্যক্তিরা।
জীবনমান উন্নয়ন সামগ্রী হিসেবে ১৫ জন গ্রামীন নারীকে ১৫ টি সেলাই মেশিন, ৫০জন মাদ্রাসা শিক্ষার্থীকে ৫০ জেল কোরআন শরীফ, ১৫০ জন সাধারন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও ৩৫ জন শিক্ষার্থীর মাঝে খেলার সামগ্রী বিতরন করা হয়।
 
উল্লেখ্য, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ মানুষের অধিকার আদায়ে গত ৫ সেপ্টেম্বর মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে স্থানীয় যুব সমাজ। তাদের এ আন্দোলনের ফলশ্রুতিতে জীবনমান উন্নয়নে এসব সামগ্রী প্রদান করে বিদ্যুৎ বিভাগের নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কম্পানি।