নাটোরের বড়াইগ্রামে চোরাই ট্রাক উদ্ধার করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। শনিবার দিবাগত (১০ নভেম্বর)রাত ৩ টার দিকে বনপাড়া-নাটোর মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় স্থানীয় জনগণ ঢাকা মেট্রো- ট - ২২-৭৮৬৫ নম্বরের একটি খালি ট্রাক ও ট্রাকের ড্রাইভার মোঃ কামাল (২৭) কে চোর সন্দেহে আটকে রেখে হাইওয়ে পুলিশ কে খবর দেয়। বনপাড়া হাইওয়ে থানার রাত্রি কালীন জরুরী ডিউটি রত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোর সন্দিগ্ধ মোঃ কামাল হোসেন কে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকটি চুরির কথা স্বীকার করে। সে জানায়, পাবনা জেলার সদর থানাধীন মন্ত্রী পেট্রোল পাম্প থেকে একই তারিখ রাত আনুমানিক ০১.৩০ ঘটিকার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে পালাচ্ছিল সে। আটক কামাল হোসেন পাবনা জেলার আতাইকুলা থানার জোয়ারদাহ গ্রামের মৃত ফজলুল হক এর ছেলে। পরে ট্রাকের বডিতে লেখা মোবাইল নম্বর এর সূত্র ধরে মুঠোফোনে জানা যায়, ট্রাকের প্রকৃত মালিক পাবনা জেলার পাবনা সদর থানাধীন ছয়সূটি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মোঃ মামুনুর রহমান। আজ রবিবার সকালে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকরা জানতে পারেন, হাইওয়ে থানার নিরাপত্তা অবহেলায় ধৃত চোর হাইওয়ে থানা থেকে পালিয়ে গেছে।