রংপুরে লটারির ভিত্তিতে ভর্তি প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন সমাবেশ | Daily Chandni Bazar রংপুরে লটারির ভিত্তিতে ভর্তি প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ০১:৪৯
রংপুরে লটারির ভিত্তিতে ভর্তি প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন সমাবেশ
জালাল উদ্দিন, রংপুরঃ

রংপুরে লটারির ভিত্তিতে ভর্তি প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন সমাবেশ

 বিগত স্বৈরাচার সরকারের সিদ্ধান্তে লটারির ভিত্তিতে ভর্তি নিয়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মেধাশূণ্য করার প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। রবিবার (১০ নভেম্বর) দুপুরে জিলা স্কুলের সামনে এ মানববন্ধনে বক্তৃতা করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাসহ অভিভাবকরা। 
মানববন্ধন সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে লটারির ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি নেয়ার প্রথা চালু করা হয়েছিল। যার কারণে যে শিক্ষার্থী এসকল স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনার যোগ্য না, তারাও সুযোগ পায়। এতে বয়স ও মেধার পার্থক্যের ফলে শিক্ষকদের বোঝাতে অসুবিধাসহ আমাদের পড়াশোনার গতি কমে যায়। এভাবে চলতে থাকলে আমাদের মেধার বিকাশ হবে না, আমরা পিছিয়ে পড়বো। মানববন্ধন সমাবেশে মেধার ভিত্তিতে ভর্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এসময় কাচারি বাজার থেকে ডিসির মোড় পর্যন্ত মূল সড়কের একটি লেন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ।