আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর ৩৭ বছর পূর্তি: বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী | Daily Chandni Bazar আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর ৩৭ বছর পূর্তি: বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ০২:৩৪
আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর ৩৭ বছর পূর্তি: বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী
প্রেস বিজ্ঞপ্তি

আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর ৩৭ বছর পূর্তি: বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

আমরা ক'জন শিল্পীগোষ্ঠী তাদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান “আমার মুক্তি আলোয় আলোয়” এবং কৃতি শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানটি সোমবার বিকাল সাড়ে চারটায় বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর, নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশকে উৎসর্গ করে, শিল্পী গোষ্ঠী “মাহাবুব হাসান সোহাগ” এর নৃত্য পরিকল্পনায় এবং পরিচালনায় *"দেখো আলোয় আলোয় আকাশ"* গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানটির শুভ সূচনা করেন সংগঠনের শিশু শিল্পীরা, যারা ৩৭টি প্রদীপ প্রজ্জ্বলন করে।

সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক *করতোয়া* এর সম্পাদক মোজাম্মেল হক লালু। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোতাহার হোসেন, বীট মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সৈকত, ময়মনসিংহ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির, এডভোকেট মোজাম্মেল হক, পিপি, জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রেজাউল বারী ঈশা, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বগুড়া পরিচালক কৃষ্ণ কুমার শীল, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ কবির, সহ-সাধারণ সম্পাদক স্বর্ণকার জহুরুল ইসলাম রতন, সাংবাদিক অরূপ রতনশীল, এবং আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর সদস্য লায়ন অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সুমা প্রমুখ।

৩৭ বছরের পদার্পণে অতিথিবৃন্দ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এরপর, প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক লালু উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটেন এবং অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নেন।

অনুষ্ঠানে কথকতা, কবিতা ও নৃত্যের মাধ্যমে “আমার মুক্তি আলোয় আলোয়” সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপিত হয়। শিল্পী গোষ্ঠী মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় নৃত্য পরিবেশন করে এবং আব্দুল মোবিন জিন্নাহর আবৃত্তি পরিচালনায় শিল্পীরা একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন। সংগঠনের কৃতি নৃত্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগ এবং তাসনিম ত্রয়ি। - খবর বিজ্ঞপ্তির